বিদ্যালয়টি রুমা উপজেলাধীন ৩নং রেমাক্রী প্রাংসা ইউনিয়ন নাইতিং মৌজায় কেওক্রাডং পাহাড়ের পাদদেশে সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত। রুমা থানা হতে প্রায় ৩০ কি.মি দক্ষিণ-পূ©র্ব দুর্গম পাহাড়ী অঞ্চলে অবস্থিত। বিদ্যালয়ে শিশু শ্রেণী হইতে অষ্টম শ্রেণী পর্যন্ত ২ সিফ্টে পাঠদান করানো হয়। ছাত্র/ছাত্রী থাকার জন্য পৃথক পৃথক ২টি আবাসিক হোস্টেল এবং ৫টি পৃথক পৃথক পারিবারিক কোয়ার্টারসহ ২টি সাধারণ স্টাফ কোয়ার্টার আছে। বিদ্যালয়টিতে অফিস কক্ষ সহ ৮টি কক্ষ আছে। বিদ্যালয়ের সামনে ছোট্ট একটি খেলার মাঠ আছে। বিদ্যালয়ের/হোস্টেলের পানি সুবিধার জন্য মিশন কর্তৃপক্ষের সহযোগিতায় পাহাড়ের ঝিরিতে বাধ দিয়ে ২টি পুকুর নির্মাণ করা হয়েছে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাতা রেভাঃ আয়টিময়, পরিচালক, খ্রীষ্টয়ান ফেলোশীপ অব বাংলাদেশ ট্রাস্ট মিশনারী ভ্রমনে গিয়ে দেখলেন সে, দুর্গোম পাহাড়ী অঞ্চলের ছেলেমেয়েরা সঠিক শিক্ষার অভাবে সুন্দর ভাবে বেড়ে উঠতে পারছেনা। তাই এলাকাবাসীর সঙ্গে বৈঠক করে ১৯৯৮ইং সালে সুনসং পাড়া নামক গ্রামে একটি বিদ্যালয়/হোস্টেল নির্মাণ করেন। পর্যায়ক্রমে দেখা গেল যে, উক্ত গ্রামে জায়গার সংকট ও যোগাযোগের রাস্তা অত্যন্ত দুর্গম। পরবর্তীতে ২০০৭ইং সালে ইহা সুনসং গ্রাম হতে কেওক্রাডং পাহাড়ের পাশে স্থানান্তর করা হয়। বর্তমানে বিদ্যালয়টি সেবা দানদারী মানসিক সম্পন্ন অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্ধারা পরিচালিত।
ছবি | নাম | মোবাইল | ইমেইল |
---|
ছবি | নাম | মোবাইল | ইমেইল |
---|---|---|---|
![]() |
মিঃ ল,এ খুমী | 0 | crmschool1998@yahoo.com |
নার্সারী/কেজি=১৮ জন
১ম শ্রেণী = ২০ জন
২য় শ্রেণী = ১১ জন
৩য় শ্রেণী = ১৯জন
৪র্থ শ্রেণী = ১৩ জন
৫ম শ্রেণী = ১০ জন
৬ষ্ঠ শ্রেণী = ১৩ জন
৭ম শ্রেণী = ৮ জন
৮ম শ্রেণী = ৬ জন
১। লালপেকসাং বম - সভাপতি
২। সাংলিয়ান বমু সহসভাপতি
৩। দাকতন বম - দাতা সদস্য
৪। লালতনলিয়ান বম - সদস্য
৫। হাওচেওবম - সদস্য
৬। দুইলো বম - সদস্য
৭। সিমচন ম্রো - সদস্য
৮। পাসিং ম্রো - সদস্য
৯। ল,এ খুমী - শিক্ষক প্রতিনিধি
১০। লালমুনচন বম - সদস্য
১১। জায়নেম বম - মহিলা সদস্য
সন অংশগ্রহনকারী পাশ করা
২০১১ইং ৫ জন ৫ জন
২০১০ইং ৩ জন ৩ জন
১। বাংলাদেশ শিক্ষা র্বোড কর্তৃক পাঠদান অনুমতি পাওয়ার পর জরুরী ভাবে নবম ও দশম শ্রেণী চালু করা।
২। হাইস্কুলের ছাত্রীদের বৃত্তির ব্যবস্থা গ্রহন করা।
৩। বিদ্যালয়টি ইটের ভবন নির্মাণ করা।
৪। শক্তিশালী সোলার প্যানেল এর মাধ্যমে কম্পিউটার শিক্ষার ব্যবস্থা করা।
৫। বিজ্ঞানাগার ও লাইব্রেরী স্থা্পন করা।
৬। শিক্ষার মান আরো শক্তিশালী করা।
৭। অদুর ভবিষ্যতে উচ্চ মাধ্যমিক ও ডিগ্রী কলেজ স্থাপন করা।
পাড়াঃ কেওক্রাডং, ডাকঘরঃ রুমা, উপজেলাঃরুমা জেলা বান্দরবান। ০১৫৫২৫০৭৫৪২/০১৫৫৫০৪৪৯৪৩/০১৫৫৩৭৫৬৭৯০ crmschool1998@yahoo.com |