Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আমাদের জাতীয় চেতনার অবিস্মরণীয় স্পন্দন ঐতিহাসিক ৭ মার্চ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
বিস্তারিত
আজ ঐতিহাসিক ৭ মার্চ দিবস।১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল সমাবেশে ভাষণ দিয়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পথ রচনা করেছিলেন। বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটিকে ইউনেস্কো বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। ভাষণটিকে ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্বজুড়ে যেসব তথ্যভিত্তিক ঐতিহ্য রয়েছে সেগুলোকে সংরক্ষণ এবং পরবর্তী প্রজন্ম যাতে তা থেকে উপকৃত হতে পারে সে লক্ষ্যেই এ তালিকা প্রণয়ন করে ইউনেস্কো।
দিবসটি উপলক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এম পি মহোদয়ের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলাপ্রশাসক জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি এবং পুলিশ সুপার জনাব জেরিন আখতার বিপিএম। অতঃপর জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলার পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলাপ্রশাসক এবং তার সহকর্মীবৃন্দ। জেলা এবং উপজেলার বিভিন্ন দপ্তর জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন।

https://www.facebook.com/deputycommissioner.bandarban
ডাউনলোড
প্রকাশের তারিখ
07/03/2022
আর্কাইভ তারিখ
10/03/2022