Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
"আমাদের দেখা হোক মহামারী শেষে, আমাদের দেখা হোক জিতে ফিরে এসে।"
বিস্তারিত

মেয়েটির নাম কবির বিনতে তাহসিন। বয়স ১৬ বছর। বান্দরবান সদর উপজেলার রেইচা বাজার সংলগ্ন মা বাবার সহিত মেয়েটি বসবাস করে। বাবা দরিদ্র কৃষক এবং মা গৃহিণী। দুই ভাইয়ের একজন বান্দরবান সরকারি কলেজে পড়াশুনা করে এবং ছোট ভাই চট্টগ্রামের একটি মাদ্রাসায় 'হেফয'  পড়ে ৷ দারিদ্র‍্যের সাথে সংগ্রাম করে মেয়েটি স্কুল জীবনের পড়ালেখা সফলভাবে শেষ করলেও কলেজে পড়ালেখা চালিয়ে যাওয়া মেয়েটির বাবার পক্ষে সম্ভব হচ্ছিল না। প্রতিকূলতাকে পাশ কাটিয়ে মেয়েটি যেনো তার শিক্ষা জীবন সফলতার সাথে পার করে স্বাবলম্বী হতে পারে সেজন্য জেলাপ্রশাসক জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি মেয়েটির ভর্তির যাবতীয় খরচ প্রদান করেছেন এবং অধ্যক্ষ, বান্দরবান সরকারি কলেজ মহোদয়কে মেয়েটিকে বৃত্তির ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ করেছেন। বিজ্ঞান বিভাগের যাবতীয় বই মেয়েটির হাতে তুলে দিয়ে জেলাপ্রশাসক তাকে পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন।মেয়েটি ধন্যবাদ জানালে জেলা প্রশাসক বান্দরবান  বলেন মুখে  বলা ধন্যবাদ গ্রহণ  করা  হবে না। ভাল রেজাল্ট  করলে সেটাই ধন্যবাদ  হিসেবে গ্রহণ  করা  হবে।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
16/03/2022
আর্কাইভ তারিখ
30/03/2022