মুজিববর্ষে বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না এ লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে সনাক্ত করে তাদের জমি ও গৃহপ্রদান কার্যক্রম চলমান রয়েছে। আসন্ন ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৩য় পর্যায়ে বান্দরবান পার্বত্য জেলার ২০৫ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়। এ পর্যায়ে মোট ২৯৫ টি ঘরসহ ইতোমধ্যে বান্দরবান পার্বত্য জেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে আশ্রয়ণ প্রকল্প-২ থেকে ২৯৯৩ টি ঘরের জন্য সরকার বরাদ্দ প্রদান করে যার মধ্যে ২৮৫০ টি ঘরের নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলা প্রান্তে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে সংযুক্ত ছিলেন জেলাপ্রশাসক জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি। জেলার বাকি ৬ টি উপজেলাও সংশ্লিষ্ট উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগীগণকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে সংযুক্ত ছিলেন। অনুষ্ঠান শেষে জেলাপ্রশাসক নয়াপাড়া এবং তালুকদারপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের চলমান কাজ পরিদর্শন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস