Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলা এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের অন্যতম সামাজিক ও ধর্মীয় উৎসব “বৈসাবি’ও নববর্ষ " আয়োজন ।
বিস্তারিত

পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের অন্যতম সামাজিক ও ধর্মীয় উৎসব ‘বৈসাবি’ও নববর্ষ উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলা এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে শোভাযাত্রাটি জেলাপ্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে শহরের বিভিন্ন সড়ক পরিভ্রমণ করে রাজার মাঠ প্রাঙ্গনে এসে শেষ হয়। বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রায় বান্দরবান পার্বত্য জেলায় বসবাসরত ১১ টি ক্ষুদ্র নৃগোষ্ঠী, সকল সাংস্কৃতিক জোট, জেলার সকল দপ্তর এবং আপামর জনসাধারণের উপস্থিতি নববর্ষ ও বৈসাবি উৎসবের সার্বজনীনতাকে বিশ্ব ও দেশবাসীর নিকট তুলে ধরেছে। বর্ণিল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এম পি মহোদয়। জেলাপ্রশাসক জনাব ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে উক্ত মঙ্গল শোভাযাত্রায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব এটিএম কাওছার হোসেন, পুলিশ সুপার জনাব জেরিন আখতার বিপিএম, সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দীসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে শহরের রাজার মাঠ প্রাঙ্গনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডাউনলোড
প্রকাশের তারিখ
27/04/2022