শিরোনাম
ন্দরবান জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে পর্যটকদের নিকট তুলে ধরার উদ্দেশ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলা।
বিস্তারিত
বান্দরবান জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে পর্যটকদের নিকট তুলে ধরার উদ্দেশ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলা। পর্যটকদের ভ্রমণ আনন্দকে বাড়িয়ে দেওয়া এবং বান্দরবান পার্বত্য জেলায় বসবাসকারী ১১ টি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের কৃষ্টি ও ঐতিহ্য দেশবাসীর মাধ্যমে বিশ্বের কাছে তুলে ধরার লক্ষ্যে পর্যটন মৌসুমে এখন থেকে প্রতি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ছিল র্যাফেল ড্রয়ের মাধ্যমে আকর্ষণীয় ১০ টি পুরষ্কার জয়ের সুযোগ। মাত্র ৫০ টাকায় টিকিট ক্রয় করে সৌভাগ্যবান পর্যটকবৃন্দরা জিতে নিয়েছেন ইলেকট্রিক ওভেন,প্রেশার কুকার, রাইস কুকার, হটপটসহ আকর্ষনীয় পুরষ্কার।
বান্দরবানের পর্যটন শিল্পের প্রসারে ঐকান্তিকভাবে কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলা। আমাদের আয়োজনে আপনাদের উপস্থিতি পর্যটন বিকাশে আমাদের আরো অনুপ্রাণিত করবে। আসুন এ আনন্দ ছড়িয়ে দেই বাংলাদেশের সর্বত্র। পর্যটন নগরী বান্দরবান হোক সকলের নিকট আনন্দ ও বিনোদনের সংযোগস্থল।