গত ১৫ এপ্রিল হতে বান্দরবান জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্হাপনায় ক্রিকেটে বোর্ডের আয়োজনে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। আজ ছিল সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি, জেলা প্রশাসক, বান্দরবান ও সভাপতি জেলা ক্রীড়া সংস্থা এবং অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দীপ্তি কুমার বড়ুয়া, সহ-সভাপতি, জেলা ক্রীড়া সংস্থা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য জনাব লক্ষীপদ দাশসহ ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ এবং রানার্সআপ হয় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, বান্দরবান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস