মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, বান্দরবানে আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে অনলাইন ভিত্তিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২২ এর পুরস্কার ও প্রশংসা পত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে "শেখ মুজিব স্বাধীনতার জনক" প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।অনুষ্ঠানে ৫১ শিশুর কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করে শিশুরা।অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি বক্তব্য প্রদানকালে বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি এবং বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন ৭৫ এর কালো রাতে শহীদ পরিবারের সকল সদস্যের প্রতি। উক্ত অনুষ্ঠানে শিশুদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশের কারিগর হওয়ার জন্য প্রধান অতিথি শিশুদের জাতির পিতার আদর্শ থেকে অনুপ্রেরণা লাভ করার জন্য আহবান জানান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস