মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উপলক্ষে বান্দরবান জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনের পর জেলা প্রশাসক পুলিশ সুপারকে সঙ্গে নিয়ে সুসজ্জিত প্যারেড দল পরিদর্শন করেন। বেলুন ও পায়রা উড়িয়ে মহান বিজয় দিবস ২০২২ এর শুভ উদ্বোধন করার পর জেলা প্রশাসক বান্দরবানবাসীর উদ্দেশ্যে স্বাধীনতার ৫১ বছরে বাংলাদেশের অর্জন উল্লেখপূর্বক একটি সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করেন। অতঃপর পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ জেল দল, স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, বিএনসিসি, রোভার স্কাউটস, বয়েজ স্কাউটস, গার্ল গাইড এবং শিশু কিশোর সংগঠন কর্তৃক কুচকাওয়াজ প্রদর্শিত হয় এবং জেলা প্রশাসক অভিবাদন মঞ্চ থেকে রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন। কুচকাওয়াজ এর পরপর স্কুল কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ ডিসপ্লের আয়োজন করা হয়। স্বাধীনতার উৎসব উদযাপনের লক্ষ্যে শিশু কিশোর ও মহিলাদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস