আজ ০২/০৮/২০২১ তারিখ সোমবার জেলাপ্রশাসন,বান্দরবান পার্বত্য জেলা কর্তৃক আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতায় জেলাপ্রশাসক জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি কোভিড-১৯ এর কারণে কর্মহীন হয়ে পড়া শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ৩০০ জন অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী বিতরণ করেন। প্রতিটি ব্যাগে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি চিড়া, ১ কেজি ডাল ও ১ কেজি লবণ আছে। এ ত্রান বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ লুৎফুর রহমান,জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও পুলিশ বিভাগের সদস্যবৃন্দ।উল্লেখ্য,জেলা প্রশাসকের নির্দেশে বান্দরবানের সকল উপজেলায় ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস