শিরোনাম
শহিদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী
বিস্তারিত
"একদিন সকালে আমি ও রেণু বিছানায় বসে গল্প করছিলাম। হাচু (শেখ হাসিনা) ও কামাল নিচে খেলছিল। হাচু মাঝে মাঝে খেলা ফেলে আমার কাছে আসে আর ‘আব্বা’ ‘আব্বা’ বলে ডাকে। কামাল চেয়ে থাকে। একসময় কামাল হাসিনাকে বলছে, ‘হাচু আপা, হাচু আপা, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি।’ আমি আর রেণু দু’জনেই শুনলাম। আস্তে আস্তে বিছানা থেকে উঠে গিয়ে ওকে কোলে নিয়ে বললাম, ‘আমি তো তোমারও আব্বা’।” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ‘অসমাপ্ত আত্মজীবনী’র ২০৯ পৃষ্ঠায় এভাবেই শেখ কামালের শৈশবের স্মৃতিচারণ করেছেন।
আজ ৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহিদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এম. পি. সরকারী কাজে সফররত থাকায় বান্দরবান স্টেডিয়াম প্যাভিলিয়নে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে তাঁর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন বান্দরবান পার্বত্য জেলার জেলাপ্রশাসক জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি। অতঃপর জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দের নিয়ে জেলা প্রশাসক জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে এবং বন বিভাগ, বান্দরবান এর সহযোগিতায় চারা বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলাপ্রশাসক জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি। উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা জনাব সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) (উপসচিব) জনাব মোঃ লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সুরাইয়া আক্তার সুইটি। জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুধীজন,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।