জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা
বিস্তারিত
জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি, জেলাপ্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা পুলিশ সুপার জনাব জেরিন আখতার,বিপিএম, সিভিল সার্জন জনাব অংসুইপ্রু মারমা উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) (উপসচিব) জনাব মোঃ লুৎফুর রহমানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতির পিতা এবং তার পরিবারের সদস্যদের স্মরণে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরঞ্জীব, তার চেতনা অবিনশ্বর। মুজিব আদর্শে শানিত বাংলার আকাশ-বাতাস, জল-সমতল। প্রজন্ম থেকে প্রজন্মের কাছে শেখ মুজিবুর রহমানের অবিনাশী চেতনা ও আদর্শ চির প্রবহমান থাকবে। জাতির পিতা চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে। বঙ্গবন্ধু বাংলাদেশের জনগণের মুক্তির যে স্বপ্ন দেখেছিলেন, তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যকে জয় করে বিশ্বসভায় একটি উন্নয়নশীল, মর্যাদাবান জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ। সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার ৪৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত রচনা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি/পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভা শেষে সোনালী ব্যাংক লিমিটেড এর সি এস আর কার্যক্রমের অংশ হিসাবে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ ৮৮ জন ব্যক্তিকে ২০০০ টাকা করে ১ লক্ষ ৭৬ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।