এ ধরণীতে নিঃস্বার্থ, প্রকৃত ও উপকারী বন্ধু হলো বৃক্ষ। বৃক্ষের ছায়াতলেই গড়ে উঠেছে মানবসভ্যতা। মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ ও প্রকৃতির ভারসাম্য রক্ষাসহ নৈসর্গিক শোভাবর্ধনে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। জাতিসংঘ প্রণীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-১৩) ‘ক্লাইমেট অ্যাকশন’ এবং (এসডিজি-১৫) ‘লাইফ অন ল্যান্ড’ অর্জনের উদ্দেশ্যে ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে সমগ্র বান্দরবান পার্বত্য জেলায় ১ লক্ষ বৃক্ষ রোপন করার পরিকল্পনা গ্রহণ করেন জেলাপ্রশাসক জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি। এরই সূত্র ধরে আজ ৪/৮/২০২১ পর্যটন স্পট প্রান্তিক লেকে জেলাপ্রশাসক মিশ্র ফলবাগান কর্মসূচির শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এম.পি. মহোদয়।জেলা প্রশাসন কর্তৃক গৃহীত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জনাব জেরিন আখতার, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপপরিচালক, হর্টিকালচার সেন্টার, বিভাগীয় বন কর্মকর্তা, বান্দরবান বন বিভাগ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এ মিশ্র ফলবাগানে আম,লেবু,আনার,পেয়ারা,লিচু,কদবেল, জাম্বুরা,লটকন,মালটা,জলপাই,জাম,মিষ্টি তেতুল, ব্ল্যাক বেরি ও রাম্বুটানসহ প্রায় ৩০০ টি ফলবৃক্ষ রোপন করা হবে। উল্লেখ্য, ইতোমধ্যে কেরানীহাট- চিম্বুক মহাসড়কের পাশে ২৭ হাজার কৃষ্ণচূড়া, রাঁধাচূড়া, শিমুল, পলাশসহ বিভিন্ন প্রজাতির শোভাবর্ধনকারী বৃক্ষ রোপন করার কাজ চলমান রয়েছে।মেঘলা পর্যটন স্পটে রোপন করা হচ্ছে প্রায় ৩০০ টি বিভিন্ন প্রজাতির কলা গাছ। ক্রমান্বয়ে, বান্দরবান পার্বত্য জেলার সকল উপজেলা এবং গুরুত্বপূর্ণ পর্যটন স্পট, স্থাপনায় বৃক্ষরোপন করার মাধ্যমে ১ লক্ষ বৃক্ষ রোপন করার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। বৃক্ষরোপণের প্রসার ও সবুজায়নের বিস্তৃতির মাধ্যমে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও বান্দরবানবাসীর সুন্দর আগামী নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসনের এ কর্মসূচিতে সহায়তাকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস