লামা পৌরসভা, বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এবং সাম্প্রতিক আকষ্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্র লামাবাসীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এম. পি. মহোদয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনু্যায়ী অসহায় দরিদ্র মানুষ যেনো করোনাকালে না খেয়ে থাকে এই নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসনের নেতৃত্বে কাজ করে যাচ্ছেন বান্দরবান পার্বত্য জেলার পৌর মেয়র ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ। মাননীয় মন্ত্রী মহোদয় এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্তকরণের মাধ্যমে স্বাস্থ্য বিধি কঠোরভাবে অনুসরণ করে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী অসহায় মানুষের কাছে পৌঁছে দিতে আমরা দৃঢ় অঙ্গীকারবদ্ধ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস