জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে এবং এটুআই এর সহযোগিতায় ইউনিয়ন পর্যায়ের ইউনিয়ন পরিষদ সচিব, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের নিয়ে ন্যাশনাল ওয়েব পোর্টাল বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি, জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে জুম প্লাটফর্মে উপস্থিত ছিলেন এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব ড. মোঃ আব্দুল মান্নান পিএএ। ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে ইউনিয়ন পর্যায়ের ওয়েব পোর্টালে বিভিন্ন ধরনের নাগরিক সুবিধা সংক্রান্ত তথ্যের সন্নিবেশ করার মাধ্যমে জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস