ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলা ও এটুআই এর সহায়তায় বান্দরবান পার্বত্য জেলার নামজারি প্রক্রিয়া বিশ্লেষণ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ। সমতল এলাকার ভূমি ব্যবস্থাপনা থেকে পার্বত্য এলাকার ভূমি ব্যবস্থাপনা ভিন্নতর। বিদ্যমান পদ্ধতিতে প্রদেয় ভূমি সেবা আরো কতটা সহজ, জনবান্ধব ও ডিজিটাইজ করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এ কর্মশালায়। ভূমি ব্যবস্থাপনার সাথে জড়িত সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, সার্ভেয়ার, কানুনগো, মৌজা হেডম্যানের অংশগ্রহণে উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি, জেলাপ্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা। উক্ত কর্মশালায় এটুআই এর ন্যাশনাল পোর্টাল স্পেশালিস্ট ও সরকারের উপসচিব জনাব দৌলতুজ্জামান খাঁন, এটুআই এর ন্যাশনাল কনসালটেন্ট ও সরকারের উপসচিব জনাব মোঃ শামসুজ্জামান, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব ড. মোঃ জাহিদ হোসেন পনির, অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) জনাব মোহাম্মদ সাইফুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস