মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না মাননীয় প্রধানমন্ত্রীর এ স্বপ্ন বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের আওতায় বান্দরবান পার্বত্য জেলার জন্য ১ম ও ২য় পর্যায়ে ২৬৯৮ টি ঘর নির্মাণের বরাদ্দ পাওয়া যায়। ভূমিহীন ও গৃহহীন পুনর্বাসন কার্যক্রমের আওতায় রোয়াংছড়ি উপজেলায় ১ম ও ২য় পর্যায়ে মোট ২১০টি পরিবারের জন্য সেমিপাকা ঘর নির্মাণ ও প্রত্যেক পরিবারকে ২ (দুই) শতক করে খাস জমি বন্দোবস্ত দেয়া হয়েছে । জনাব মো: আব্দুল মোনাফ, পিতা: আব্দুল ছাত্তার- কে রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউনিয়নের ছাইংগ্যা দানেশ পাড়ায় একটি ঘর নির্মাণ করে দেয়া হয়েছে । তার জাতীয় পরিচয়পত্র নং: 8238596053, জন্ম তারিখ: ২১/০৪/১৯৭২ এবং তিনি একজন শারীরিক প্রতিবন্ধী । তিনি ১০(দশ) বছর ধরে মসজিদে থাকতেন এবং জীবিকার জন্য অপরের উপর নির্ভরশীল ছিলেন ।
ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মান কার্যক্রম নিয়মিত তদারকির অংশ হিসেবে বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি আব্দুল মোনাফের ঘরটির নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে দেখতে পান তার ঘরটি সমতল থেকে একটু উঁচুতে অবস্থিত হওয়ায় এবং তিনি প্রতিবন্ধী হওয়ায় তার উঠতে- নামতে বেশ অসুবিধা হচ্ছে।তাই জেলাপ্রশাসক কর্তৃক সেখানে একটি সিঁড়ি নির্মাণসহ তার ঘরে বিদ্যুৎ ও পানি সংযোগের ব্যবস্থা করা হয় ।প্রতিবন্ধী হওয়ায় তার সুবিধার জন্য টয়লেটে হাই কমোডের ব্যবস্হা করা হয়। এছাড়াও তার জীবিকা নির্বাহের জন্য একটি মুদি দোকান ঘর নির্মাণ করে দেয়া হয় । প্রাথমিকভাবে তার দোকানে কিছু মালামাল কিনে দেয়াসহ তার ঘরে রাইস কুকার , চৌকিও অন্যান্য তৈজসপত্র কিনে দেয়া হয় । জনাব আব্দুল মোনাফ বর্তমানে প্রধানমন্ত্রীর উপহার দেয়া ঘরে বসবাস করছেন । মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত উপহারের ঘর, অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি ও দোকান ঘর পেয়ে জনাব আব্দুল মোনাফ মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রতিনিয়ত দোয়া করেন। জেলাপ্রশাসক রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন পাড়ার বেশ কিছু ঘর পরিদর্শন করেন এবং বিভিন্ন সংস্থার প্রশিক্ষণ কার্যক্রমে উপকারভোগীদের সম্পৃক্ততকরণের মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস প্রদান করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস