জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে এবং বান্দরবান সরকারি কলেজের সহযোগিতায় ”বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭” বিষয়ে সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি, জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা। বাল্যবিবাহের বিরুদ্ধে ছাত্র ছাত্রীদের সচেতন করার লক্ষ্যে অনুষ্ঠানে জেলা প্রশাসক বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা করেন। বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। বাল্যবিবাহ একজন নারীকে পরিপূর্ণ মানুষ হিসেবে বিকশিত হতে দেয় না। একটি সুস্থ জাতি পেতে হলে দরকার একজন শিক্ষিত মা। শিক্ষিত মায়ের দ্বারাই সম্ভব একটি সুস্থ জাতি এবং একটি সুস্থ সুন্দর প্রজন্ম গড়ে তোলা। কিন্তু বাল্যবিবাহের কারণে আমাদের এই সমাজের বেশির ভাগ মেয়ে শিক্ষা থেকে বঞ্চিত। আগামী প্রজন্মের সুস্থ ভাবে বেড়ে উঠা ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতেও বাল্যবিবাহ বড় একটি বাধা। আমাদের জীবনে আধুনিকতা ও উন্নয়নের ছোঁয়া লাগলেও বাল্যবিবাহের প্রবণতা কমেনি। বাল্যবিবাহ বন্ধে শুধু আইন নয়, দরকার জনসচেতনতা বৃদ্ধি। বাল্যবিয়ের কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে পারলে বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস