বান্দরবান পার্বত্য জেলার 'জেলা ব্র্যান্ডিং' হল পর্যটন। পর্যটন শিল্পকে বিকশিত করার লক্ষ্যে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে । এ কাজকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করছি।
বান্দরবান পার্বত্য জেলার দর্শনীয় জননন্দিত পর্যটন স্পট, প্রাকৃতিক দৃশ্য, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে এমন কোন ফটো বা ভিডিও যদি বান্দরবান বা বান্দরবানের বাইরে কারো কাছে থেকে থাকে তবে তা নিচের ইমেইলে অথবা নিম্নবর্ণিত WhatsApp নম্বরে আগামী ০৯ /০৮/২০২১ তারিখের মধ্যে প্রেরণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
Email address: kayes.buet.mme@gmail.com
Whatsapp No: 01719643976
দয়া করে ফটো বা ভিডিও প্রেরণকারী ব্যক্তি তার নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার ইমেইলে/হোয়াটসঅ্যাপে প্রেরণ করবেন। সবচেয়ে সুন্দর ও দৃষ্টিনন্দন পাঁচটি ফটো ও পাঁচটি ভিডিও নির্বাচিত করে প্রেরণকারীকে সম্মানিত করা হবে।