বান্দরবান পার্বত্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম।
বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করা এবং তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিনির্মানই ডিজিটাল বাংলাদেশ এর প্রধান বিষয়। ডিজিটাল বাংলাদেশ হবে সেই সুখী, সমৃদ্ধ, শিক্ষিত, বৈষম্য, দুর্নীতি, দারিদ্র্য ও ক্ষুধামুক্ত বাংলাদেশ যার মুখ্য চালিকা শক্তি হচ্ছে ডিজিটাল প্রযুক্তি। সরকারের রূপকল্প-২০২১ বাস্তবায়নের ঊদ্দেশ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ (এটুআই) প্রোগ্রাম জনগনের দোরগোড়ায় সেবা পৌঁছানো নিশ্চিত করার লক্ষ্যে নানামুখী ঊদ্যোগ গ্রহন করেছে এবং বিভিন্ন ডিজিটাল ঊদ্যোগ সমন্বয় করছে। এরই ধারাবাহিকতায় এটুআই প্রোগ্রাম National Portal Framework(NPF) তৈরি ও বাস্তবায়ন কার্যক্রম হাতে নিয়েছে। NPF এর আওতায় বান্দরবান পার্বত্য জেলা, ঊপজেলাসমূহ এবং ইঊনিয়নসমূহ পোর্টালের কাঠামো তৈরি করে বান্দরবান পার্বত্য জেলা, ঊপজেলাসমূহ ও ইঊনিয়নসমূহের প্রয়োজনীয় তথ্যাদি সন্নিবেশ করা হয়েছে।
বাংলাদেশের মাঠ প্রশাসনের অতীব গুরুত্বপূর্ণ প্রশাসনিক ইউনিট হল জেলা প্রশাসন। জেলা পর্যায়ে সরকারের সকল নির্বাহী কাজ সম্পাদন ও সমন্বয় সাধনের পাশাপাশি দেশের সকল জনসাধারনের আকাঙ্খাকে ধারণ ও পূরণে জেলা প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সত্যকে সামনে রেখে জেলার সকল কার্যক্রম সমন্বয় সাধনের সুবিধার্থে একটি সমৃদ্ধশালী তথ্য ভান্ডার এবং যোগাযোগের অন্যতম সহজ মাধ্যম হিসেবে গড়ে তোলা হয়েছে বান্দরবান পার্বত্য জেলা ওয়েব পোর্টাল।
বান্দরবান পার্বত্য জেলা প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক বৈচিত্রে বৈচিত্রময় বিভিন্নজাতি গোষ্ঠির শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য বিশেষ বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য মন্ডিত। এটি এমন একটি জেলা যেখানে রয়েছে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং ও কেওক্রাডং। রয়েছে সাংগু ও মাতামুহুরি নদী, যাদের উৎপত্তিস্থল বান্দরবান জেলাতেই; দেশের অন্যকোন নদীর উৎপত্তিস্থল বাংলাদেশে নয়। এগারোটি উপজাতী জনগোষ্ঠি এবং বাংলা ভাষাভাষী জনগণ শান্তি ও সম্প্রীতি বজায় রেখে এ জেলায় বসবাস করছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি, রাবার বাগান, পার্বত্য রিসোর্ট, পর্যটন স্পট মেঘলা, নীলাচল, নীলগিরি, প্রান্তিক লেক, বগা লেক, দেবতাকুম, রেমাক্রি, নাপাকুম, মিরিঞ্জা, স্বর্ণ মন্দির, সুরম্য মসজিদসমূহ ও অন্যান্য উপাসনালয় দেশ বিদেশের ভ্রমণ পিয়াসু মানুষকে আকৃষ্ট করছে। প্রকৃতির অপরুপ সৌন্দর্যের আধাঁর এ বান্দরবান জেলাকে সমগ্র বিশ্বের কাছে পরিচিত করে তোলার ক্ষেত্রে এই ওয়েব পোর্টাল মাইল ফলক হিসেবে কাজ করবে। রয়েছে নয়নাবিরাম ঝর্ণা ধারা। সর্বোপরি ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে, দেশের উন্নয়নে এবং জনসেবায় যদি এ ওয়েব পোর্টাল যথাযথ ভূমিকা রাখে তাহলে আমাদের এ প্রচেষ্টা সার্থক হবে বলে মনে করি।
এ পোর্টাল নির্মাণ করতে শ্রম দিয়ে এবং সমৃদ্ধ করতে তথ্য দিয়ে যারা সহায়তা করেছেন তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সে সাথে এ পোর্টালকে আরও বর্ণাঢ্য, সমৃদ্ধ এবং তথ্যবহুল করার জন্য আপনাদের মতামত ও পরামর্শ কামনা করছি।
জেলাপ্রশাসক
বান্দরবান পার্বত্য জেলা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস