Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ক্যামলং জলাশয়
স্থান
জেলা শহর থেকে 5 কি. মি.। রিকশা, ইজিবাইক সহ সকল যানবাহন যোগে এখানে যাওয়া যায়।
কিভাবে যাওয়া যায়
জেলা শহর থেকে 5 কি. মি.। রিকশা, ইজিবাইক সহ সকল যানবাহন যোগে এখানে যাওয়া যায়।
বিস্তারিত

ক্যামলং জলাশয় :

বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ভাঙামুড়া পাহাড় সন্নিকটে ক্যামলং জলাশয় অবস্থিত। এখানে রয়েছে বিশালকৃতির লেক। এ  লেকের পানি দিয়ে পার্শ্ববর্তী এলাকার প্রায় 100 একর জমিতে সেচ সুবিধা দেয়া হচ্ছে।

জল আয়তন : 25 একর।

দূরত্ব : জেলা শহর থেকে 10 কি.  মি.।

বিশেষ সুবিধি: স্যুাটিং ও পিকনিক –এর জন্য উপযুক্ত স্থান।

রাম জাদি : বান্দরবান রোয়াংছড়ি সড়কের কালাঘাটা এলাকায় রাম জাদি অবস্থিত । পাহাড় চূড়ায় এ মন্দির একটি তীথস্থান।

দূরত্ব : জেলা শহর থেকে 5 কি. মি.।

রিকশা, ইজিবাইক সহ সকল যানবাহন যোগে এখানে যাওয়া যায়।