কানারপাড়া পাহাড়ঃ
বান্দরবান-কেরানি হাট সড়কের পাশে যৌথখামার এলাকায় অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত কানাপাড়াটি বম সম্প্রদায় অধ্যুষিত। এখান থেকে সুদূর চট্টগ্রামের অনেক গুরুত্বপূর্ন স্থাপনা নজরে পড়ে।
অবস্থানঃ বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের আওতাভূক্ত
দূরত্বঃ শহর থেকে ০৬ কিলোমিটার।
বিশেষ সুবিধাঃ কানাপাড়া হতে পায়ে হেঁটে সাঙ্গু নদীতে পৌঁছা যায়।
চাঁন্দের গাড়ি জীপ বেবী টেক্সিতে কানাপাড়া যাওয়া যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস