আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে সারাদেশে ১ কোটি পরিবারের মাঝে সুলভ মূল্যে টিসিবি'র পণ্য পৌঁছে দেয়ার অংশ হিসেবে বান্দরবান পার্বত্য জেলায়ও ৬৪২৪০টি কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। কার্ডধারী উপকারভোগী অনুপস্থিত থাকলে ইউনিয়ন/ওয়ার্ড ট্যাগ টিম এর প্রত্যয়নের ভিত্তিতে উপস্থিত নিম্ন আয়ের মানুষের নিকট উক্ত পণ্য সরকার নির্ধারিত সুলভ মূল্যে বিক্রয় করা যাবে যা কোনভাবেই নিজে ব্যবহার না করে বাজারে কিংবা অন্যত্র বিক্রয় করা যাবে না। যদি কাউকে টিসিবি'র পণ্য বেচাকানার সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে তাকে বা তাদেরকে আইন অনুযায়ী শাস্তির আওতায় আনা হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS