Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২২
Details
জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালীপরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি, জেলাপ্রশাসক, বান্দরবান পর্বত্য জেলা। জনাব মোঃ লুৎফুর রহমান, (উপসচিব) উপপরিচালক,  স্থানীয় সরকার, বান্দরবানএর সভাপতিত্বে অনুষ্ঠওত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সিভিল সার্জন,বান্দরবান ; অতিরিক্ত পুলিশ সুপার ;আহ্বায়ক, জনস্বাস্থ্য প্রকৌশল বিষয়ক কনভেনিং কমিটি ও সম্মানিত সদস্য, বান্দরবান জেলা পরিষদ, বান্দরবান; নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর; প্রেস ক্লাবের  বর্তমান  ও সাবেক  সভাপতি, জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ;  এনজিও প্রতিনিধিবৃন্দ,স্কুলের ছাত্র-ছাত্রী, জেলা স্কাউট দল এবং প্রিন্ট  ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।  জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক এ আয়োজনে সহযোগিতা করেছে World Vision ও Graus ।
বৈশ্বিক মহামারী করোনায় সঠিক উপায়ে সঠিক সময়ে হাত ধোওয়ার গুরুত্ব সকলে নতুনভাবে অনুভব করেছে। জনস্বাস্থ্যের উন্নয়নে হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়া, আমাশয়, জন্ডিস, কৃমির সংক্রমনসহ নানা রোগ প্রতিরোধ করা সম্ভব। স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে পরিবারের গুরুত্বের কথা উল্লেখ  জেলাপ্রশাসক জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি।
Attachments
Publish Date
02/11/2022
Archieve Date
31/01/2023