Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস-২০২২
Details
আজ ২৫ মার্চ, গণহত্যা দিবস। মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে হানাদার পাকিস্তানি সেনাবাহিনী নিরপরাধ, নিরস্ত্র, ঘুমন্ত বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের উদ্দেশ্য ছিল— বাঙালিদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়া। এভাবে রাতের আঁধারে ঘুমন্ত মানুষের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত কোনও বাহিনীর আক্রমণের ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। অতীতে বাংলাদেশে গণহত্যার দিবসটি উপেক্ষিত হলেও বর্তমান ক্ষমতাসীন  সরকার দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে। জাতীয় সংসদে গৃহীত এক প্রস্তাবের প্রেক্ষাপটে ২০১৭ সাল থেকে জাতীয়ভাবে গণহত্যা দিবস হিসেবে পালিত হচ্ছে।
জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস-২০২২ উপলক্ষে অরুন সারকী টাউন হলে আয়োজিত আলোচনা সভায় ১৯৭১ সালের ২৫ মার্চ নিরীহ নিরস্ত্র বাঙালির উপর পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় তাণ্ডব বান্দরবানবাসীর সামনে তুলে ধরেন খ্যাতিমান প্রামাণ্যচিত্র নির্মাতা, নাট্যাভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা জনাব কাওসার চৌধুরী মহোদয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি, জেলাপ্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা। উপপরিচালক, স্থানীয় সরকার জনাব মোঃ লুৎফুর রহমান এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব জেরিন আখতার বিপিএম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বান্দরবান জেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আবুল কাশেম চৌধুরী এবং বান্দরবান প্রেসক্লাবের সভাপতি জনাব মনিরুল ইসলাম মনু মহোদয়। আলোচনা সভা শেষে গণহত্যার ইতিহাস তরুণ প্রজন্মকে জানানোর উদ্দেশ্যে নির্মাতা কাওসার চৌধুরী নির্মিত "বধ্যভূমিতে একদিন" প্রামান্যচিত্রের প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়।



+9





Images
Attachments
Publish Date
26/03/2022
Archieve Date
30/03/2022