মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জেলা প্রশাসন বান্দরবান পার্বত্য জেলা কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি, জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা। আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান প্রামাণ্যচিত্র নির্মাতা, অভিনেতা, কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা জনাব কাওসার চৌধুরী। আলোচনা সভা শেষে শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এবং মারমা শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর জেলা শিশু একাডেমি এবং শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS