মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উপলক্ষে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পুষ্পস্তবক অর্পণ করেন জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি, জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা। জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শণ করেন।জেলাপ্রশাসক তার সহকর্মীদের নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা সদরের বাস স্ট্যান্ড সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিফলক এবং বঙ্গবন্ধু মুক্তমঞ্চে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সশ্রদ্ধচিত্তে সম্মান জানান।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS