পল্লী সঞ্চয় ব্যাংক, বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে জেলাপ্রশাসকের সভাকক্ষে কোভিড-১৯ এ আক্রান্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য অক্সিজেন সিলিন্ডার প্রদান এবং সমিতির উপকারভোগীদের মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি, জেলাপ্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা। উক্ত অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তৌছিফ আহমেদ, সিভিল সার্জনের প্রতিনিধি ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি অগ্রাধিকার প্রকল্পের একটি প্রকল্প 'আমার বাড়ি আমার খামার'। অসহায় দরিদ্র মানুষের মাঝে সরকারি ঋণ বিতরণের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলাই এ প্রকল্পের উদ্দেশ্য। উক্ত অনুষ্ঠানে বান্দরবানের ৪৮ জন ব্যক্তিকে সর্বমোট ১৬ লক্ষ ২২ হাজার টাকার ঋণ প্রদান করা হয় এবং তাদের প্রত্যেককে একটি করে গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সিভিল সার্জনের প্রতিনিধির নিকট করোনা আক্রান্ত রোগীর সেবায় পল্লী সঞ্চয় ব্যাংক, বান্দরবানের পক্ষ থেকে একটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS