ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় "প্যাগোডা ভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা প্রকল্প- ২য় পর্যায় (১ম সংশোধিত)" এর বান্দরবান জেলায় ৫০ টি শিক্ষা কেন্দ্রের জন্য শিক্ষা উপকরণ (খেলনা সামগ্রী) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি, জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা। শিশুদের ধর্মীয় ও নৈতিকতা শিক্ষার মধ্য দিয়ে প্রকৃত মানবতাবোধ শিক্ষা দেওয়ার জন্য শৈশব হচ্ছে সর্বোত্তম সময়। এক্ষেত্রে প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা প্রকল্প বৌদ্ধ ধর্মীয় জনগোষ্ঠীর শিশুদের মাঝে ধর্মীয় ও নৈতিকতা সম্পন্ন মানবিক মূল্যবোধ তৈরিতে অপরিসীম ভূমিকা রাখছে। শিক্ষা উপকরণ (খেলনা সামগ্রী) বিতরণের মাধ্যমে শিশুদের শিক্ষার প্রতি আগ্রহী করে গড়ে তোলা এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্ট, বান্দরবানের ট্রাস্টি জনাব মংক্যাচিং চৌধুরী, প্রকল্পের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS