Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
শেখ রাসেল দিবস ২০২১ উদ্‌যাপন।
Details

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন আজ। মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে এ দিনটি শেখ রাসেল দিবস হিসেবে উদযাপিত হবে। দিবসটি উদযাপন উপলক্ষে আইসিটি অধিদপ্তর ও জেলা শিশু একাডেমির সহায়তায় এবং জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক জনাব ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এম পি মহোদয়। শহীদ শেখ রাসেলের জন্মবার্ষিকী তাৎপর্যময় করার লক্ষ্যে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলা অন্যান্য দপ্তরের সহায়তায় নানাবিধ কর্মসূচি গ্রহণ করে। তন্মধ্যে, জেলার শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাবসমূহে সনদ প্রদান, এলইডিপির ফ্রিল্যান্সারদের মাঝে ল্যাপটপ প্রদান, কৃষি বিভাগের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে তালের চারা বিতরণ, ছাইঙ্গ্যা যুব সংগঠনের মাঝে কম্পিউটার ও প্রিন্টার বিতরণ, রোয়াংছড়ি উপজেলাধীন হানসামা পাড়া লাইব্রেরিতে বই হস্তান্তর উল্লেখযোগ্য। এছাড়া, মাননীয় মন্ত্রীর উপস্থিতিতে চাকুরীরত অবস্থায় মৃত কর্মচারীদের পরিবারের নিকট এককালীন সরকারি অনুদানের চেক এবং শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে বই বিতরণ করা হয়।

Images
Attachments
Publish Date
21/10/2021
Archieve Date
03/02/2022