বান্দরবান পার্বত্য জেলা ২১০১১' উত্তর অক্ষাংশ হতে ২২০২২' উত্তর অক্ষাংশ এবং ৯২০৪০' পূর্ব দ্রাঘিমাংশ হতে ৯২০৪১' পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। এ জেলার উত্তরে রাঙ্গামাটি জেলা, দক্ষিণে আরাকান (মায়ানমার), পূর্বে ভারত এবং পশ্চিমে চট্টগ্রাম ও কক্সবাজার জেলা অবস্থিত। প্রধান গিরি শ্রেণীর মধ্যে-মিরিঞ্জা, ওয়ালটং,তামবাং এবং পলিতাই উল্লেখযোগ্য। এখানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৬ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৩ ডিগ্রী সেলসিয়াস ও বার্ষিক বৃষ্টিপাত ৩০৩১ মি: মি:। এখানকার পাহাড় শ্রেণী সমূহ সমুদ্র পৃষ্ঠ হতে ৩০০-১১০০ মিটার উচ্চে অবস্থিত। সাঙ্গু, মাতামুহুরী এবং বাঁকখালী এ জেলার প্রধান নদী ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS